মক্কাবাসীরা যাহাদের ভয়ে ভীত ছিল তাহাদের অপেক্ষা অতীত লোকদিগের মধ্যে এমন জাতি বাস করিত যাহারা অধিক শক্তিশালী ও সম্পদশালী ছিল এবং উন্নততর সভ্যতার অধিকারী ছিল। এতদসত্বেও তাহারা যখন সত্যকে প্রত্যাখ্যান করিল এবং অহংকারপূর্ণ আচরণ করিল, তখন তাহারা পৃথিবীর বুক হইতে এমনভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন হইয়া গেল যেন তাহারা কখনও এই দেশে বাস করে নাই এবং যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহাদিগকে উহাদের স্থলাভিষিক্ত করা হইল৷