২২২৪

আয়াতের মর্মার্থ এই যে, নতুন বাণী যদি গ্রহণ করা হয় তাহা হইলে লোকেরা মক্কার উপর আকস্মিক ছোঁ মারিয়া বসিবে এবং মক্কাবাসীগণকে তাহাদের অধিকার ও স্বাধীনতা হইতে বঞ্চিত করিবে—এই ভীতি অমূলক। আয়াতটির অভিপ্রায় এই যে, স্মরণাতীত কাল হইতে মক্কা (যাহা এখন নূতনধর্মের কেন্দ্রে পরিণত হইতে চলিয়াছে) এক নিরাপদ পবিত্র স্থানরূপে বিদ্যমান রহিয়াছিল এবং যাহারা ইহার পবিত্র বৈশিষ্ট্যে যখনই হস্তক্ষেপ করার চেষ্টা করিয়াছিল তাহারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল।