২২২০

এই আয়াতের অন্তর্নিহিত অর্থ এই যে, নবীকরীম (সাঃ)-এর পক্ষে ইহা সম্ভব ছিল না যে, প্রথমে তাঁহার সম্পর্কে মূসা (আঃ) কর্তৃক ভবিষ্যদ্বাণী করা (দ্বিতীয় বিবরণ-১৮ঃ১৮) এবং পরে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করিতে তিনি আবির্ভূত হইয়াছেন বলিয়া দাবী করা।