২২২

এই আয়াতটিও প্রমাণ করে যে, মুসলমানকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করিবার অনুমতি কেবল তখনই দেওয়া হইয়াছে, যখন বিরোধী শক্তি তাহাদের উপর যুদ্ধ চাপাইয়া দিয়াছে। অনুমতি দিবার সাথে সাথে ইহাও বলা হইয়াছে, যুদ্ধ আরম্ভ করিলে ঐ সময় পর্যন্ত চালাইয়া যাও যে পর্যন্ত ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়। ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার সাথে সাথে যুদ্ধ থামাইয়া দাও। হযরত রসূলে করীম (সাঃ) অবিশ্বাসীদের সাথে অনেকগুলি শান্তি-সন্ধি সম্পাদন করিয়াছিলেন যদি আল্লাহ্‌র নির্দেশ ইহাই হইত যে, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অবিশ্বাসীদের সাথে যুদ্ধ চালাইয়া যাও, তাহা হইলে মহানবী (সাঃ) ঐ সব সন্ধি কখনও সম্পাদন করিতেন না। (জেহাদ সম্বন্ধে ১৯৫৬-১৯৬০ টিকা দেখুন)।