২২১৯-ক

এই কথাগুলি হযরত মূসা (আঃ)-এর সহিত হযরত রসূল করীম (সাঃ)-এর লক্ষ্যণীয় সাদৃশ্যের প্রতি নির্দেশ করে। হযরত মূসা (আঃ) যেমন মিদিয়ানে অপরিচিত লোকের মধ্যে দশ বৎসর বাস করিবার পর তাহার জাতির নির্যাতিত লোকদিগকে ফেরাউনের দাসত্ব বন্ধন হইতে মুক্ত করার জন্য দাবী উত্থাপন করিতে মিশরে ফিরিয়া গিয়াছিলেন, সেইরূপ আঁ-হযরত (সাঃ) মদীনায় দশ বছর বাস করিয়াছিলেন এবং তৎপর বিজয় অভিযানে মক্কায় প্রত্যাবর্তন করিয়াছিলেন।