২২১৫

‘রিদ’ অর্থ আলম্ব বা এমন অবলম্বন যদ্বারা দেওয়াল শক্তিশালী করা হয়, এমন কিছু যদ্বারা কেহ সাহায্য বা সহযোগিতা প্রাপ্ত হয়; সাহায্যকারী বা সহযোগিতাকারী ব্যক্তি। আরবগণ বলে, ‘ফুলানুন রিদ্‌উ ফুলানিন’ অর্থাৎ অমুক ব্যক্তি অমুকের সাহায্যকারী (লেইন)।