তোমরাও তাহাদিগকে সেই স্থান হইতে বাহির করিয়া দিবে যেখান হইতে তাহারা তোমাদিগকে বাহির করিয়াছে এই বাক্য ‘মক্কা’ সম্বন্ধে বলা হইয়াছে। মক্কা ইসলামের সর্বাধিক পবিত্র স্থান ও মুসলমানদের কেন্দ্রভূমি। অতএব, যুদ্ধে লিপ্ত কোন অমুসলমানকে এখানে থাকিবার অনুমতি দেওয়া উচিত নহে।