‘উভয়ের শত্রু’ কথাগুলিতে প্রতিফলিত হয় যে, উল্লিখিত লোকটি মিশরবাসী ছিল। কিন্তু যদি সে একজন ইহুদী হইত, যেমনটি বাইবেল বলে, তাহা হইলে মিশরীয় লোকটির সহিত নিশ্চয়ই তাহার যোগ-সাজস ছিল এবং কর্তৃপক্ষের নিকট পূর্বদিনের ঘটনাটি নিশ্চয়ই বলিয়া দিয়াছিল এবং এইরূপে সেই সাহায্যপ্রার্থী মূসা (আঃ) এবং ঈসরাঈল জাতি উভয়ের শত্রু হইয়াছিল।