মনে হয় হযরত মূসা (আঃ)-কে যে ইহুদী লোকটি সাহায্যের জন্য আহ্বান করিয়াছিল তাহাকে তিনি তিরস্কার করিয়াছিলেন এই বলিয়া, ‘তুমি এক নিবোধ লোক এবং তোমার কাজের পরিণতি উপলব্ধি করিতে না পারিয়া তুমি সরাসরি ঝঞ্ঝাটে জড়াও।’ কথাগুলি দ্বারা এই অর্থ বুঝায় না যে, হযরত মূসা (আঃ) লোকটিকে দোষী ভাবিয়াছিলেন, যে ভুল ধারণাটি সাধারণতঃ করা হইয়া থাকে।