তফসীরাধীন আয়াতে হযরত মূসা (আঃ)-কে বলিতে দেখা যায়, ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, অতএব আমি সর্বদা অত্যাচারিতের সাহায্য করিব এবং আমি কৃতজ্ঞতার সঙ্গে শপথ করি যে, কখনও যালেমদের পক্ষ সমর্থন করিব না। অথবা এরূপ বুঝাইতে পারে, ’হে আমার প্রভূ! যেহেতু সর্বদা তুমি আমার প্রতি দয়াশীল ও ক্ষমাশীল, আমি কিরূপে অত্যাচারীর সাহায্যকারী ও সমর্থনকারী হইতে পারি?