২২০৫

আরবী ভাষার বাগ্ধারা অনুযায়ী ‘ইহা শয়তানের ক্রিয়া’ উক্তির অর্থ এই যে, এক মন্দ ব্যাপার ঘটিয়াছে। হযরত মূসা বলিতেছেন যে, শয়তান এক মিশরবাসী এবং একজন ইহুদীর মধ্যে সংঘর্ষ বাধাইয়াছিল এবং আমি অত্যাচারিত ইহুদীর সাহায্যর্থে আসিয়াছিলাম, যাহার ফলে একটি অনুচিত ঘটনা ঘটিয়া গেল অর্থাৎ এক ব্যক্তির মৃত্যু ঘটিল। অথবা হইতে পারে এই উক্তি মিশরবাসীকে লক্ষ্য করিয়া বলা হইয়াছিল এই অর্থে যে, ইহা তোমার শয়তানী কর্মের ফল’ অর্থাৎ ‘তোমার মৃত্যু তোমার আপন দুষ্কর্ম ও পাপের পরিণাম।’ ঘটনাটি এই ছিল যে, হযরত মূসা (আঃ) কোন মারাত্মক অস্ত্র ব্যবহার করেন নাই এবং মিশরীয়কে শুধু প্রতিহত করিয়াছিলেন বা তাহাকে মুষ্ঠাঘাত করিয়াছিলেন। ইহাই প্রমাণ করে যে, শেষোক্ত ব্যক্তির মৃত্যু এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ছিল। স্পষ্টতঃ প্রতীয়মান হয় যে, তাহাকে হত্যা করার কোন উদ্দেশ্য হযরত মূসা (আঃ)-এর ছিল না। পবিত্র কুরআন মিশরীয় লোকটির দুষ্কর্মের উল্লেখ করে নাই তবে এই আয়াতে মূসা (আঃ)-এর কথার মধ্যে উহার ইঙ্গিত রহিয়াছে। এক ইসরাঈলী স্ত্রীলোককে মিশরীয় লোকটি জবরদস্তি তাহার সঙ্গে ব্যভিচারে বাধ্য করার কথা বর্ণিত আছে। বাহ্যতঃ ইহাই আয়াতে উল্লেখিত কলহের সূত্রপাত এবং পরিশেষে হযরত মূসা (আঃ)-এর হস্তক্ষেপ এবং মিশরবাসী ব্যক্তিটির মৃত্যু ঘটে (যিউ এনসাইক, ‘মোজেস’ অধ্যায়)।