২২০৩

হযরত মূসা (আঃ) পার্থিব এবং ঐশী জ্ঞানে পূর্ণ পরিপক্ক ছিলেন। সেই যুগে এক ক্ষমতাশালী বাদশাহের গৃহ-শিক্ষকের নিকট তৎকালীন বিজ্ঞান শিক্ষার সুযোগ পাইয়াছিলেন, তাঁহার দৈহিক বিকাশও পুর্নাংগ ছিল, যাহা পরবর্তী আয়াত হইতে প্রতীয়মান হয় এবং তিনি সৎ আদর্শদ্বারা অনুপ্রাণিত হইয়াছিলেন। যেহেতু আল্লাহ্‌তা’লা এক মহান ভবিষ্যতের জন্য তাঁহাকে পূর্বাহ্নেই মনোনীত করিয়াছিলেন, সেহেতু তিনি তাঁহাকে গভীর বিচক্ষণতায় এবং আধ্যাত্মিক জ্ঞানে ভূষিত করিয়াছিলেন। ইতিমধ্যে হযরত মূসা (আঃ) পরিণত অবস্থায় পৌঁছিয়াছিলেন। তিনি পরোপকারী ছিলেন এবং সর্বদা সৎকর্মশীল ছিলেন।