২১৯৫

মক্কাবাসীরা ভয় করিয়াছিল যে, আরবদেশ হইতে যদি প্রতিমা পূজা অদৃশ্য হইয়া যায় তাহা হইলে তাহাদের প্রখ্যাত মূর্তিগুলির আধার কা’বা ইহার গুরুত্ব হারাইবে এবং এতদসঙ্গে কা’বার জিম্মাদাররাপে তাহারা নিজেদের মর্যাদা এবং প্রতিপত্তিও হারাইয়া ফেলিবে। এই আয়াত তাহাদের মনকে এই ভ্রান্ত ধারণা হইতে মুক্ত করে এবং বলার অভিপ্রায় ব্যক্ত করে যে, বিশ্বমানবের জন্য বার্তার এবং বিশ্ব-আন্দোলনের কেন্দ্ররূপে মক্কা ইহার গুরুত্ব হারান দূরে থাকুক, বরং তদ্বিপরীতে ইহার মর্যাদা বৃদ্ধি পাইবে এবং চিরকাল সম্মান এবং শ্রদ্ধা বাড়িয়াই চলিবে।