ইহা শেষ যমানায় প্লেগ রোগের প্রাদুর্ভাব হওয়ার একটি ভবিষ্যদ্বাণী। আয়াতের এইরূপ ব্যাখ্যা নবী করীম (সাঃ) নিজেই করিয়াছিলেন। কিন্তু যদি ‘দাব্বাহ্’ শব্দ ‘স্থুলভাবে জড়বাদী’ লোক অর্থে গ্রহণ করা হয়, যাহাদের সর্বপ্রকার প্রচেষ্টা পার্থিব ধন-সম্পদ এবং আরাম-আয়েশের জন্যই সম্পূর্ণভাবে পরিচালিত ও সীমাবদ্ধ (৩৪ঃ১৫), তাহা হইলে জড়বাদী পাশ্চাত্যের জাতিসমূহের প্রতি আয়াতটি নির্দেশ করে বলিয়া ধারণা করা যায়। তাহাদের সকল পরিশ্রম ইহ জীবনের সমস্ত পার্থিব বিষয়ের সন্ধানে অপব্যয়িত (১৮ঃ১০৫) এবং তাহারা সকল বস্তুতান্ত্রিক শক্তিসহ পৃথিবীতে অভিযান শুরু করিয়াছে।