২১৯

এই আয়াতটি প্রাথমিক কালের আয়াতগুলির মধ্যে একটি, যেগুলিতে মুসলমানদিগকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হইয়াছিল। এই অনুমতি সম্বলিত প্রথম আয়াত হইল ২২ঃ৪০৷ আলোচ্য আয়াতে ধর্মযুদ্ধের নিয়মাবলী ও শর্তসমূহের সারাংশ বিবৃত হইয়াছে, যথাঃ (ক) এরূপ যুদ্ধ কেবল মাত্র আল্লাহ্‌র পথে সৃষ্ট বাধাবিঘ্ন দূরীকরণের উদ্দেশ্যে হইতে হইবে অর্থাৎ ধর্ম-বিশ্বাস ও ধর্ম কর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হইতে হইবে; (খ) যাহারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমে অস্ত্রধারণ করে, কেবল তাহাদের বিরুদ্ধেই অস্ত্রধারণ করা যাইতে পারে, (গ) শত্রুরা যুদ্ধ থামাইয়া দিলে, মুসলমানকে সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করিতে হইবে।