মানুষের জ্ঞান এবং বুদ্ধি যে পরিমাণই হউক না কেন, ইহা এক মানবাত্মার আকুল কামনাকে না সন্তুষ্টি, না স্বস্তি দান করিতে পারে, না সে পারে ধর্মীয় দুইটি মৌলিক বিষয়—আল্লাহ্তা’লার অস্তিত্ব এবং পরকাল সম্বন্ধে নানা সংশয় হইতে মুক্তি দান করিতে।কারণ, ইহাদের পূর্ণ উপলদ্ধি মানুষের জ্ঞান-সীমার বাহিরে। কেবলমাত্র আল্লাহ্তা’লার ওহীর মাধ্যমে অর্জিত পবিত্র ঐশী জ্ঞানই ইহাদের সম্বন্ধে মানব-মনে নিশ্চয়তা সৃষ্টি করিতে পারে এবং প্রকৃতপক্ষে করিয়াও থাকে। মানুষের জ্ঞান বড় জোর, এই সিদ্ধান্তে পরিচালিত করিতে পারে যে, একটি ঐশ্বরিক সত্তা এবং পরকাল ‘বিদ্যমান থাকা উচিৎ’ কিন্তু একমাত্র আল্লাহ্তা’লার ওহী-ইলহামই এই ‘থাকা উচিত’ ধারণাকে ‘নিশ্চিতই আছে’ এই বিশ্বাসে পরিবর্তন করিতে পারে।