প্রকৃতির নিয়মের বিস্ময়কর ক্রিয়াকলাপে যেমন আল্লাহ্তা’লার মহান শক্তিসমূহের প্রকাশ (পূর্ববর্তী আয়াত) সেইরূপে উহারা মানুষের অন্তরাত্মার বিবেকে প্রকাশিত হইয়া থাকে যখন সে তাহার আত্মার নিদারুণ যন্ত্রণায় আল্লাহ্তা’লার নিকট ক্রন্দন করে এবং আল্লাহ্ তাহার এই কান্না শ্রবণ করিয়া থাকেন।