২১৮২

পূর্ববর্তী আয়াতে উপস্থাপিত বিষয় বস্তুর পক্ষে প্রথম যুক্তি গ্রহণ করা হইয়াছে প্রকৃতি হইতে, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি হইতে, বৃষ্টি বর্ষণ হইতে যাহা নির্জীব পৃথিবীকে সজীব করে এবং পর্বত শ্রেণী ও নদীসমূহ হইতে।