এই আয়াত দ্বারা হযরত মূসা, দাউদ, সোলায়মান, সালেহ এবং লুত (আঃ)-এর প্রসঙ্গে আল্লাহ্তা’লার প্রেরিত নবী-রসূলগণের উপর ঐশী শান্তি এবং আর্শীবাদ কামনা করিয়া আলোচনা সমাপ্ত করা হইয়াছে, যাহাদের প্রতি মানব প্রকৃতি পৃথিবীর সর্বপ্রকার মঙ্গল এবং নৈতিক উৎকর্ষের জন্য ঋণী, অতঃপর এই সূরা আল্লাহ্তা’লার অস্তিত্ব এবং তাঁহার মহান ক্ষমতা এবং একত্বের সমর্থনে যুক্তি পেশ করিয়াছে।