২১৭৯

হযরত নবী করীম (সাঃ) মক্কা হইতে হিজরত করিতে বাধ্য হইয়াছিলেন। কিন্তু তাহার মক্কা ত্যাগের ফলে কোরায়শদিগের শক্তি ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল, তাহারা উপলদ্ধি করিতে পারে নাই যে, আঁ-হযরত (সাঃ)-কে মক্কা ত্যাগে বাধ্য করিয়া নিজেরাই ধ্বংসের ভিত্তি স্থাপন করিয়াছিল।