এই সমস্ত শব্দগুলি ইঙ্গিত দেয় যে, উক্ত ‘ইফরীত’ এক অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল, যে অতি গুরুত্বপূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করিত এবং সেই কারণে সে পূর্ণ আস্থাবান ছিল যে, সে সন্তোষজনক ভাবে মালিকের হুকুম নির্ধারিত সময়ের মধ্যে পালন করিতে পারিবে। সাবার যাত্রাপথে হযরত সোলায়মান (আঃ) যেখানে শিবির স্থাপন করিয়াছিলেন সেই স্থানকে ‘মাকামিকা’ বলা হইয়াছে এবং সেখানেই তিনি সাবার রাণীকে প্রেরিত তাঁহার পত্রের উত্তর নিয়া দূতের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন।