২১৭১

‘বি-আরশেহা’ উক্তির মর্ম মনে হয় সিংহাসন, যাহা সাবার রাণীর জন্য হযরত সোলায়মান (আঃ) নির্মাণ করিতে আদেশ দিয়াছিলেন। মনে হয় সেই যুগে প্রচলিত প্রথা ছিল, যখন এক রাষ্ট্রের শাসন-কর্তা আর এক রাষ্ট্রের শাসকের সঙ্গে সাক্ষাৎ করিতে যাইতেন তখন রাজকীয় অতিথির অভ্যর্থনার জন্য একটি পৃথক সিংহাসন নিমাণ করা হইত। হযরত সোলায়মান (আঃ) ও রাণীর অভ্যর্থনার জন্য এক সিংহাসন নির্মাণের জন্য হুকুম দিয়াছিলেন। ইহাকে তাহার (স্ত্রীলিঙ্গে) ‘সিংহাসন’ বলা হইয়াছে, কারণ ইহা বিশেষভাবে রাণীর ব্যবহারের জন্যই নির্মিত হইয়াছিল। এই প্রকাশ ভঙ্গির অর্থ এইরূপও হইতে পারে, ‘তাহার (স্ত্রীলিঙ্গে) সিংহাসনের মত’ এবং ‘ইয়া’তীনি’ অর্থ, ‘আমার জন্য প্রস্তুত করিবে এইরূপও বুঝাইতে পারে।