সোলায়মান (আঃ)-এর পত্রখানা এইরূপ এক চমৎকার নমুনা যে এক গুরুত্বপূর্ণ এবং ব্যাপক উদ্দেশ্যকে অপ্রয়োজনীয় শব্দাড়ম্বরপূর্ণ ভাষা-বর্জিত ও বাগাড়ম্বড়হীন অল্প কয়টি কথার মধ্যে কিরূপে সংক্ষিপ্ত করা যাইতে পারে। সেই সময়ে রাজ্যের কোন কোন অঞ্চলে মাথা উঁচু করিয়া সম্ভাব্য বিদ্রোহ করার বিরুদ্ধে তৎক্ষণাৎ এই পত্র সরাসরি এক হুঁশিয়ারী ছিল এবং অযথা রক্তক্ষয় এড়াইতে হযরত (সোলায়মান-আঃ)-এর নিকট আত্মসমর্পণ করিবার জন্যও ছিল এই পত্রে আমন্ত্রণ।