সাবার অধিবাসীরা সূর্য এবং নক্ষত্রের পূজা করিত, যাহা ইরাক হইতে ইয়েমেনে আমদানীকৃত ধর্মবিশ্বাসের অনুরূপ ছিল, কারণ ইয়েমেনবাসীরা, পারশ্য উপসাগর ও সমুদ্র পথে ইরাকবাসীদের নিকটতর সংসর্গে ছিল। ২ঃ৬৩; ৫ঃ৭০ এবং ২২ঃ১৮ আয়াতসমূহে উল্লেখিত সাবীয়ানদিগের সহিত সাবাবাসীদিগকে এক মনে করিয়া বিভ্রান্ত হওয়া উচিৎ নহে। সাবীয়ানরা বিভিন্নভাবে বিরত হইয়াছে, যেমন (১) ইরাকে বসবাসকারী নক্ষত্র-পূজারী এক জনগোষ্ঠী; (২) যরাথুষ্ট্রীয়, খৃষ্টীয় এবং ইহুদী ধর্ম-মতের মিশ্রণে সৃষ্ট গোঁজামিল দেওয়া মতবাদে বিশ্বাসী এক সম্প্রদায়; (৩) ইরাকের অন্তর্গত মোসুলের অধিবাসী, যাহারা একেশ্বরবাদী ছিল, কিন্তু তাহাদের শরীয়াত বা কোন ধর্মীয় বিধান ছিল না, (৪) অন্য একজাতি যাহারা ইরাকের কাছাকাছি বসবাস করিত এবং নবীগণের উপর ঈমান রাখিত বলিয়া প্রকাশ্যে ঘোষণা করিত।