২১৫৯

‘তাফাক্বাদা’ (সে পরীক্ষা-নিরীক্ষা করিল) শব্দের উৎপত্তি “ফাক্বাদা’ হইতে, অর্থাৎ সে ইহা হারাইল, সে তাহার নিকট উপস্থিত হইল না। ‘তাফাক্বাদাতহু’ অর্থ সে মনোযোগ সহকারে অথবা পুনঃ পুনঃ ইহা চাহিয়াছিল, কেননা ইহা তাহার কাছে অনুপস্থিত ছিল, (মুফরাদাত)। সোলায়মান (আঃ) তাঁহার সৈন্যবাহিনীকে এবং হুদ্‌হুদ্‌কে নিরীক্ষণ করিল। রাজকীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সম্ভবতঃ প্রধান সেনাপতি হুদ্‌হুদ্‌, গুরুত্বপূর্ণ সময়ে অনুপস্থিত ছিল, এই জন্য তিনি তাহার সম্বন্ধে পুনঃ পুনঃ জিজ্ঞাসাবাদ করিলেন।