২১৫৭

ইহা সুস্পষ্ট যে, হযরত সোলায়মান (আঃ)-এর সৈন্যরা তাহাদের ধার্মিকতা ও সততার জন্য চতুর্দিকে বিখ্যাত ছিল। তাহারা জ্ঞাতসারে কোন লোকের ক্ষতি বা অপকার করিত না। মনে হয় ‘হুম্ লা ইয়াশউরূন (অর্থ, তাহারা জ্ঞাত নহে) এই উক্তির অন্তর্নিহিত মর্ম ইহাই। পরবর্তী আয়াত হইতেও স্পষ্ট বুঝা যায় যে, সোলায়মান (আঃ) এই কারণে খুব খুশী হইয়াছিলেন।