‘ওযাআ’ অর্থ সে সৈন্যদলের অগ্রভাগকে থামাইয়া দিয়াছিল, যাহাতে তাহাদের শেষ অংশ আসিয়া তাহাদের সংগে মিলিত হইতে পারে। হুয়া ইয়া যাউল জায়শা—অর্থ সে সৈন্যদিগকে সঠিক ভাবে বিন্যস্ত করিল এবং শ্রেণীবদ্ধ করিল (আকরাব)। কুরআন করীমের ভাষ্যের অর্থ হইতেছেঃ (১) তাহারা পৃথকভাবে দলবদ্ধ হইল, (২) তাহারা সুদক্ষ ও সুশৃংখল বাহিনীর মত দুর্বার অগ্রযাত্রা করিল, (৩) তাহাদের অগ্রভাগকে রুখিয়া দেওয়া হইল যাহাতে তাহাদের পশ্চাদভাগ আসিয়া তাহাদের সঙ্গে যোগ দিতে পারে। এই শব্দগুলি হইতে ইহাই প্রতীয়মান হয় যে, হযরত সোলায়মান (আঃ)-এর এক সুশিক্ষিত এবং সুশৃংখল সৈন্যবাহিনী ছিল, যাহার কতিপয় পৃথক এবং নির্দিষ্ট শাখা ছিল।