২১৫১

হযরত দাউদ (আঃ) একজন বড় যোদ্ধা ছিলেন এবং শক্তিশালী ও দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যুডিয়ান (ইহুদী) রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইহুদী (হিব্রু) রাজ্যের প্রকৃত স্থপতি ছিলেন। তাঁহারই মাধ্যমে ‘ড্যান’ হইতে ‘বীরসেবা’ পর্যন্ত সকল ইসরাঈল গোত্রগুলি একত্রিত এবং সংগঠিত হইয়া এক শক্তিশালী জাতিতে পরিণত হইয়াছিল, তাহাদের রাজ্য ইউফ্রেটিস (ফোরাত) হইতে নীলনদ পর্যন্ত বিস্তার লাভ করিয়াছিল। হযরত সোলায়মান (আঃ) পিতার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য পুনঃবিন্যস্ত করিয়া সুদৃঢ় করিয়াছিলেন। তিনিও একজন মহান রাষ্ট্রনায়ক এবং উত্তম নৃপতি ছিলেন। স্বদেশের ব্যবসা-বাণিজ্য তিনি ব্যাপক ভাবে বিস্তৃত এবং উন্নীত করিয়াছিলেন। ইসরাঈল রাজাগণের মধ্যে তিনিই ছিলেন প্রধান নির্মাতা এবং যেরুযালেমের বিখ্যাত উপাসনালয় নির্মাণের জন্য বিখ্যাত। এই উপাসনালয়ই ইসরাঈলীদিগের ‘কিবলায়’ (উপাসনার কেন্দ্র স্থল) পরিণত হইয়াছিল।