২১৪৯

‘নয়টি নিদর্শন’-এর জন্য দেখুন ১৭ঃ১০২। সংক্ষেপে এই নিদর্শনগুলি ছিলঃ (১) লাঠির, (২) শ্বেত হস্তের ৭ঃ১০৮-১০৯ (৩) উকুনের; (৪) ব্যঙের (যাহাতে অস্বাভাবিক মুষল ধারে বৃষ্টির ইঙ্গিত নিহিত ছিল) (৫) পঙ্গ পালের, (৬) রক্তের অর্থাৎ এক প্রকার প্লেগ রোগ যাহার আক্রমণে নাসিকা হইতে রক্তক্ষরণ হইত, (৭) তুফানের (যাহা ইসরাঈলীগণ নিরাপদে সমুদ্র পার হওয়ার পর পশ্চাদ্ধাবনকারী ফেরাউন ও তাহার সৈন্যদলকে পার হওয়ার সময়ে সমূদ্রের জলরাশি দ্বারা ডুবাইয়া মারিয়াছিল) (৭ঃ১৩৪), (৮) খরার এবং (৯) ফল-ফলাদি ধ্বংসের নিদর্শন (৭ঃ১৩১)।