৬ঃ৪৪ এবং ৮ঃ৪৯ আয়াতদ্বয় হইতে ইহা সুস্পষ্ট যে, অসৎলোকের মন্দ এবং অকল্যাণকর কর্মগুলিকে শয়তান তাহাদের চোখে সুন্দর করিয়া দেখায়। কিন্তু তফসীরাধীন আয়াতে বলা হইয়াছে যে, আল্লাহ্তা’লা অবিশ্বাসীদিগের কুকর্মগুলিকে তাহাদের দৃষ্টিতে সুন্দর করিয়া দেখান। ইহা প্রাকৃতিক নিয়ম যে, কোন ব্যক্তি যখন মন্দ কাজে অবাধ চলিতে থাকে, যেন তাহাকে এই কুকর্মে জবাবদিহি করিতে হইবে না, তখন সে তাহার এই আচরণকে ভাল এবং সঠিক সাব্যস্ত করিতে চেষ্টা করিতে থাকে এবং ইহা তাহার নজরে তদ্রুপই মনে হয়। প্রকৃত পক্ষে ইহা তাহার আপন কর্মেরই ফল, কিন্তু যেহেতু ইহা ঐশী-নিয়মের অধীনেই সংঘটিত হয় সেহেতু ইহা আল্লাহ্র প্রতিই আরোপিত হইয়াছে।