‘আল্ কুরআন’ এবং ‘এই কিতাব’ গুণবাচক রূপে ব্যবহারের মধ্যে এক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে যে, ইসলামের এই পবিত্র কিতাব সর্বকালের জন্য গ্রন্থাকারে সংরক্ষিত হইতে থাকিবে এবং ব্যাপকভাবে ইহা অধ্যয়ন করা হইবে। ‘কুরআন’ শব্দের অর্থ একটি পুস্তক বা গ্রন্থ যাহা বেশী বেশী পাঠ করা হয়। ‘যেহেতু জনসাধারণের ইবাদত, বিদ্যালয় এবং অন্যান্য অনুষ্ঠানাদিতে কুরআনের ব্যবহার ও পাঠ অধিকাংশ খৃষ্টানদেশে বাইবেল পাঠ অপেক্ষা অধিকতর ব্যাপক, সেই জন্য এই মন্তব্য খুবই সঠিক যে, গ্রন্থাবলীর মধ্যে কুরআন সর্বাপেক্ষা ব্যাপকভাবে পঠিত হয়’ (এনসাইক ব্রিট, ৯ম সংস্করণ, ১৬শ খণ্ড, ৫৯৭ পৃষ্ঠা)।