২১৪১

তফসীরাধীন আয়াত আঁ-হযরত (সাঃ)-এর সাহাবাগণের মহত্ব এবং ধর্ম ও ন্যায়পরায়ণতার প্রতি উজ্জ্বল সপ্রশংস সমর্থন জ্ঞাপন করে। ‘সাজেদীন’ শব্দ তাঁহাদিগকেই (সাহাবা কেরাম) বুঝায়। এইরূপ আল্লাহ্‌ওয়ালা লোকগণের দ্বারা পরিবেষ্টিত হইয়া আল্লাহ্‌র রসূল (সাঃ) মহিমান্বিত ছিলেন। এইরূপ আর এক জন মহান নেতার উদাহরণ পেশ করিতে মানবেতিহাস ব্যর্থ হইয়াছে— এমন নেতা যাঁহার প্রেমিক অনুসারীগণ অনুরূপ আত্মোৎসর্গকারী এবং ন্যায়পরায়ণ ছিলেন।