২১৩৮

কুরআন মজীদে শয়তানের কোন হস্তক্ষেপ থাকিতে পারে না, এই দাবীর সমর্থনে তফসীরাধীন আয়াত তিনটি যুক্তি স্থাপন করিয়াছেঃ (ক) কুরআনের শিক্ষা সর্বাংশে কার্যকর এবং সমস্ত শয়তানী কার্য-কলাপের প্রতি আপোষহীন নিন্দা জ্ঞাপন করে; (খ) ইহা এমনই উচ্চ গৌরবোজ্জ্বল বৈশিষ্ট্যময় এবং মহিমান্বিত সত্য বহনকারী যে, অনুরূপ কিছু সৃষ্টি করা শয়তানের সকল ক্ষমতার উর্ধ্বে (১৭ঃ৮৯); (গ) কুরআন করীম ইসলামের চূড়ান্ত বিজয় সম্বন্ধে মহা গৌরবময় ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে। শয়তানেরা এইরূপে করিতে পারে না, কেননা ভবিষ্যত সম্বন্ধে তাহারা জ্ঞাত নহে।