২১৩৭

এই আয়াত আল্লাহ্‌তা’লার পবিত্র নিয়মের প্রতি ইশারা করিয়াছে যে, নবী আসিয়া সতর্ক না করা পর্যন্ত কোন জাতিকে শাস্তি পাকড়াও করে না। প্রথমে নবী প্রেরিত হন এবং তাঁহার বিরোধিতা করিয়া ও তাঁহাকে প্রত্যাখ্যান করিয়া যখন তাহারা নিজদিগকে শাস্তির যোগ্য করিয়া তোলে তখন তাহাদের উপর আযাব নিপতিত হয় (আরো দেখুন ১৭ঃ১৬; ২৮ঃ৬০; ৩৫ঃ৩৮)।