২১৩৬

অবিশ্বাসীদিগের এই বদভ্যাস (অস্বীকার) বহিরাগত নহে, বরং ইহার শিকড় তাহাদের নিজ অন্তরের মধ্যেই প্রোথিত, অসচ্চরিত্রতা ও পাপের প্রশ্রয় হইতে ইহার জন্ম। প্রকৃত পক্ষে এই আয়াত এক সাধারণ সত্য বর্ণনা করিয়াছে যে, যখন কোন মানুষ পাপকে প্রশ্রয় দেয়, তখন ইহার সম্বন্ধে তাহার সচেতনতা ভোঁতা হইয়া যায় এবং কালক্রমে সে এই পাপের প্রতি আকৃষ্ট হইতে থাকে। এইরূপেই পাপ ‘পাপীর হৃদয়কে’ ক্রমশঃ ক্ষয় করে এবং অপবিত্র করে।