২১৩৫

পূর্ববর্তী ঐশী কিতাবসমূহের মধ্যে ইসলামের পবিত্র নবী (সাঃ)-এর আবির্ভাব এবং কুরআনের ওহী সম্পর্কে পূর্বাভাস রহিয়াছে। এই বিষয়ে প্রায় প্রত্যেক ধর্মের কিতাবগুলিতে কিছু ভবিষ্যদ্বাণী পাওয়া যায়, কিন্তু কুরআনের পূর্বে ঐশী কিতাবের মধ্যে সর্বাধিক পরিচিত ও সর্বাপেক্ষা বেশী পঠিত কুরআনের অগ্রদূতরূপে বাইবেল ইহার মৌলিক অনাবিলতার সহিত ঐশী বিধানের সম্পূরক অংশরূপে এই সকল ভবিষ্যদ্বাণীর সর্বাধিক সংখ্যা বহন করে। দেখুন বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ ১৮ঃ১৮ এবং ৩৩ঃ২, যিশাইয় ২১ঃ১৩-১৭; সোলায়মান (আঃ)-এর গীত সংহিতা-১ঃ৫-৬, হবল্লুক ৩ঃ৩-৫, মথি ২১ঃ৪২-৪৫ এবং যোহন-১৬ঃ১২-১৪।