জীবনের মূল্যায়ন করার ক্ষেত্রে আল্লাহ্র নবী-রসূলগণের এবং দুনিয়াদার লোকদিগের বিচারের মানদণ্ড ভিন্ন ভিন্ন। প্রথমোক্ত ব্যক্তি একজন মানুষের মূল্য এবং যোগ্যতা বিচার করে তাহার ক্রিয়া ও কর্ম দ্বারা, শেষোক্ত বিবেচনা করে তাহার পার্থিব সম্পদ এবং তাহার সামাজিক মর্যাদা দ্বারা।