২১২৫

কুরআন করীম ইহার বিভিন্ন স্থানে বিশেষ অবস্থায় উপযোগী অর্থ প্রকাশ করিবার জন্য ক্ষেত্র বিশেষে পাঁচটি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করিয়াছে। সাধারণভাবে ইহারা সবই একরূপ, কিন্তু সূক্ষ্ম অর্থের দিক দিয়া ইহারা ভিন্ন ভিন্ন। শব্দগুলি হইতেছে ‘শুউর’ অর্থ কোন বস্তুর বিশেষ ক্ষুদ্রতম অংশ জানার জন্য যে কোন ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা (২ঃ১৫৫) ‘আক্‌ল’ অর্থ যে কোন ব্যক্তিকে অসৎ পথ অবলম্বনে বিরত রাখা (১২ঃ৩); ‘ফিক্‌র’ অর্থ কোন বিষয়ে অনুধাবন করা এবং গভীর ভাবে বিবেচনা করা (৬ঃ৫১); ‘তাফাক্কুহ্‌’ অর্থ জ্ঞান অর্জনে একনিষ্ঠভাবে পরিশ্রম করা এবং ইহাতে বিশারদ হওয়া (৯ঃ১২২); এবং ‘তাদাব্বুর’ অর্থ কোন কিছুতে জ্ঞান বা দক্ষতা অর্জন করার জন্য বিবেচনা করা, বিচার-বিশ্লেষণ বা অধ্যায়ন করা (৪ঃ৮৩)।