২১২৪

এই সূরার মধ্যে সমসাময়িক জাতির লোকদিগের উদ্দেশ্যে প্রত্যেক নবীর মুখ হইতে উচ্চারিত ‘সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’ এই বাণী প্রমাণ করে যে, পবিত্র ঐশী-বাণীর অন্তর্ভুক্ত সার্বজনীন আদেশাবলী ছাড়াও মো’মেনদেরকে তাহাদের নিজ নিজ নবীর আদেশ ও নির্দেশ মানিয়া চলার জন্য হুকুম করা হইয়াছে।