কোন এক জাতির মধ্যে আল্লাহ্র প্রেরিত নবীর আবির্ভাব সেই জাতির গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিত জামিন, যদি তাহারা কেবল তাঁহার উপর বিশ্বাস স্থাপন করে এবং তাঁহাকে অনুসরণ করিয়া চলে। নবী তাহাদের মধ্যে এক নূতন জীবন সঞ্চার করেন, যাহা তাহাদের জীবনের সকল দৃষ্টি-ভঙ্গী বদলাইয়া দেয়। হযরত মূসা (আঃ)-এর আবির্ভাবের পর ফেরাউন ইসরাঈল জাতির লোকের মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করিয়াছিল এবং ইহা তাহাকে অত্যন্ত মর্মপীড়া দিয়াছিল।