২১১৩

আয়াত এই বিষয়টিকে সুস্পষ্ট করিয়া দিয়াছে যে, হযরত মূসা (আঃ)-এর লাঠি যাদুকরদিগের লাঠি ও দড়িগুলিকে গিলিয়া ফেলে নাই, বরং তাহাদের সমস্ত মিথ্যা ভেলকিবাজীকে গিলিয়া ছিল। অর্থাৎ মূসা (আঃ)-এর যষ্টি তাহাদের সকল ভণ্ডামী ও প্রতারণা একেবারে নস্যাৎ করিয়া দিয়াছিল। অধিকন্তু ইহা মাত্র একটা লাঠি ছিল এবং কোন ‘আজদাহা’ বা সর্প ছিল না। ইহা যাদুকরদিগের ধোকাবাজীর মুখোস খুলিয়া দিয়াছিল, যাহা দর্শকগণকে প্রতারিত করিয়াছিল। যাদুবিদ্যার প্রভাবে দর্শকগণ যে ভূয়া বস্তুগুলিকে প্রকৃত সর্প মনে করিয়াছিল সেইগুলি ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল।