২১১

“আমার উপর ঈমান আনে” এই বাক্যটির অর্থ এই স্থলে, আল্লাহ্‌র অস্তিত্বে ঈমান আনা বা বিশ্বাস করা অর্থে নহে। কারণ পূর্ববত্তী বাক্যেই বলা হইয়াছে “তাহারা যেন আমার ডাকে সাড়া দেয়”। অস্তিত্বে বিশ্বাস না করিলে, সাড়া দেওয়ার কথাই আসিত না। অতএব,“আমার উপর ঈমান আনে” অর্থ এই কথার উপর বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহ্ তাঁহার বান্দার প্রার্থনা শুনেন এবং মঞ্জুর করেন।