২১০৫

মনে হয় পূর্ববর্তী আয়াতে উল্লেখিত, হযরত মুসা (আঃ)-এর এই প্রতি-উত্তরে ফেরাউন শোচনীয়ভাবে হতভম্ব হইয়া তৎক্ষণাৎ কথার মোড় বদলাইয়াছিল এবং সে আল্লাহ্‌তা’লার সিফ্‌ত, পবিত্র সত্তা ও তাঁহার অস্তিত্ব সম্বন্ধে দর্শন-শাস্ত্রীয় আলোচনায় হযরত মূসা (আঃ)-এর দৃষ্টি নিবদ্ধ রাখিতে চেষ্টা করিতেছিল।