২১০৩

মিশরীয় ব্যক্তি নিহত হওয়ার পর হযরত মূসা (আঃ)-এর পলায়নের পরবর্তী সময়ে তাঁহার নবুওয়াত প্রাপ্তির ঐশী অনুগ্রহের ঘটনাই সন্দেহাতীত রূপে প্রমাণ করে যে, হযরত মূসা (আঃ) যাহা করিয়াছিলেন তাহা অনিচ্ছাকৃত এবং ক্ষণিকের উত্তেজনার মুহূর্তে ঘটিয়াছিল।