মনে হয় হযরত মূসা (আঃ) কর্তৃক একজন মিশরীয় নিহত হওয়ার ঘটনার প্রতি এই আয়াত ইশারা করিতেছে। ফেরাউন নিজেকে ও তাহার জাতি মিশরীয়দিগকে ইসরাঈলীগণের ‘মোহসেন’ এবং মহা উপকারী বলিয়া মনে করিত এবং একজন মিশরীয়কে হত্যার দরুণ হযরত মূসা (আঃ)-কে অকৃতজ্ঞরাপে অভিযুক্ত করিয়াছিল।