২১

‘তাহারা নামায কায়েম করে’ অর্থাৎ তাহারা নামাযের বিধিবদ্ধ সকল শর্ত পূর্ণভাবে পালন করিয়া নামায আদায় করে। ‘আকামা’ শব্দের অর্থ হইল, সে বিষয়টাকে বা বস্তুটাকে সঠিকভাবে, সঠিক স্থানে, রাখিল (লেইন)। আল্লাহ্‌তা’লার সাথে মানুষের অভ্যন্তরীণ সম্পর্কের বহিঃপ্রকাশের নাম ইবাদত। আল্লাহ্‌র অনুগ্রহরাজি মানুষের দেহ-মন ও আত্মাকে ঘিরিয়া রাখিয়াছে। অতএব, পরিপূর্ণ ইবাদত উহাই, যাহার মধ্যে দেহ ও আত্মা সমভাবে অংশ গ্রহণ করে। উভয়ের অংশ গ্রহণ ব্যতীত ইবাদতের চেতনা ও সারবস্তু সুরক্ষিত থাকিতে পারে না। কেননা যদিও হৃদয়ের নিবেদনই মূলবস্তু এবং শারীরিক ইবাদত বা উপাসনা খোলস মাত্র, তথাপি খোলস বা আবরণ ব্যতীত সারবস্তু রক্ষিত হইতে পারে না। খোলস নষ্ট হইয়া গেলে, সারবস্তুও নষ্ট হইয়া যায়।