হযরত মূসা (আঃ) বোধ হয় মনে করিয়াছিলেন যে বিরাট গুরুদায়িত্ব তাঁহার উপর অর্পিত হইয়াছিল, তিনি উহা বহন করিবার জন্য সম্পূর্ণ সক্ষম নহেন। নবুওয়াতের দায়িত্ব নিঃসন্দেহে অত্যন্ত কঠোর গুরুভার। প্রথম ওহী নাযেল হওয়ার মুহূর্তে মহান নবী করীম (সাঃ)-ও আতংকগ্রস্ত হইয়াছিলেন।