‘তাওবা’ (অনুশোচনা) অর্থ—অতীতের সমস্ত নৈতিক ভ্রষ্টতার জন্য আন্তরিকভাবে সকল মন্দ সম্পূর্ণ পরিহার করিয়া চলার স্থির সংকল্পের সহিত অনুতাপ করা এবং সৎকর্ম করা এবং মানুষের প্রতি কৃত সর্বপ্রকার অন্যায়ের সংশোধন করা। ব্যক্তির জীবনে ইহা অতীতের প্রতি সম্পূর্ণভাবে পিঠ ফিরাইয়া পূর্ণ পরিবর্তন সাধনে সক্ষম।