২০৮০

মানুষ সর্বাপেক্ষা অধিক পসন্দ করে তাহার কামনা, পূর্ব ধারণা ও অসার কল্পনাকে এবং ইহাই তাহার সত্য গ্রহণে প্রধান বাধা। মেধাগতভাবে মানবের হয়ত অনেক অগ্রগতি হইয়াছে— সেজন্য সে পাথর এবং নক্ষত্রের সামনে মাথা নত করে না, কিন্তু তাহার মিথ্যা আদর্শ, কুসংস্কার এবং পূর্ব ধারণার পূজা হইতে সে মুক্ত হইতে পারে নাই। ইহাই হইল সেই প্রতিমাগুলি, যাহা মানুষের হৃদয়ে আসন গাড়িয়া বসিয়াছে, যাহাদিগকে ভক্তি করা এখানে নিন্দিত হইয়াছে। খোদা-প্রদত্ত শ্রবণ-শক্তি এবং বুদ্ধি-বৃত্তিগুলি (যাহা মানুষকে সত্য উপলদ্ধি করিতে ও জানিতে সাহায্য করিতে পারে) ব্যবহার করার পরিবর্তে সে অন্ধকারে হাতড়াইতে পসন্দ করে এবং গরু-ভেড়ার স্তরে নামিয়া আসে— এমন কি উহা হইতেও নিম্নতর পর্যায়ে নামিয়া যায়। কেননা গবাদি-পশুকে বিচার-বুদ্ধি এবং পার্থক্য করার সহজাত গুণাবলী দান করা হয় নাই যদ্বারা মানবকে ভূষিত করা হইয়াছে।