জীবনের প্রকৃত মূল্য সম্পর্কে অবিশ্বাসীদের ধারণা অত্যন্ত ত্রুটিপূর্ণ হইয়া থাকে। আল্লাহ্র প্রেরিত নবীগণের সত্যতা নিরূপণে তাহারা স্বকল্পিত মানদণ্ড নির্ণয় করিয়া লয়। ইহার ফলে সত্য পথের সন্ধান লাভের পরিবর্তে তাহারা অন্ধের ন্যায় অবিশ্বাসের অন্ধকারে পথ হাতড়াইতে থাকে।